মজার একটা জিনিস,, এটাকে খেলা বলা যায় না| প্লাস্টিকের কলম যেগুলো রি-ইউজ করা যায় না বা শিষ নাই সেইগুলা দিয়ে ভালো হতো|ইকোনো বা ঐ জাতীয় কলম ব্যাবহার করতাম|একটা বাতি যেটা চেরাক কিংবা মোমবাতি বেস্ট, এর উপর কলমটির মাথা বা নিপের দিক গরম করতাম| গরম হয়ে নরম হতো ( আঞ্চলিক ভাষায় বলতাম "উনে যাওয়া"), তখন একট কাগজ বা অন্য কিছুর উপর নরম অংশের প্রান্ত রাখতাম, গরম থাকার কারনে ঐ প্রান্ত কাগজের সাথে লেগে থাকতো|অনেক সময় কিছু দিয়ে ঐ প্রান্তে চেপে ধরতাম কাগজের সাথে |প্রান্ত শক্ত থাকতো যা হাত দিয়ে ধরতাম,বেশি গরম হলে কাগজ বা কাপড় দিয়ে নিতাম|এরপর কলমের পেছনের ছিদ্র পথে ফু দিতাম আর শক্ত প্রান্ত ধরে টান দিতাম একই সাথে, অন্য প্রান্ত ফিক্সড থাকতো | উপকরন: ১. মোমবাতি ১ টা ( আগুন জ্বালানোর জন্য ম্যাচ ) ২. কালিছাড়া কলম ২ টা ৩. কাগজ পদ্ধতি : মোমবাতি ধরাও, কলমের একপাশ ধরে গরম করো, নরম হলে কলমটি কাগজের উপর রাখো নরম প্রান্ত এবং অন্য কলম দিয়ে চেপে ধরো যাতে টান দিলে না আসে, (গরম থাকে তাই হাত দিয়ে চাপ দেওয়া যাবে না ) এরপর অপর পাশে ধরে টান দাও একই সঙ্গে কলমের পেছনে ফু দাও আর টান দাও.. ছিড়ে গেলে আবার কাগজে চে...