Posts

হাদিসের বানী

বুখারী শরীফ এর ইমান অংশ হতে ২৫ টি উপদেশ শুনি,, ১.জিহ্বা ও হাত হতে অন্য মুসলিমকে নিরাপদ রাখুন ২.খাদ্য খাওয়াবে এবং চেনা-অচেনা কে সালাম দিবেন ৩.আল্লাহর সাথে কাউকে অংশীদার করবেন না ৪.চুরি করা যাবে না ৫.ব্যাভিচার করা যাবে না ৬.সন্তানদের হত্যা করা যাবে না (নষ্ট করা যাবে না) ৭.মিথ্যা অপবাদ দিবেন না কাউকে ৮.সৎকাজে নাফরমানী করবেন না ৯.আল্লাহর রাস্তায় জিহাদ করা ১০.মকবুল হজ্জ সম্পাদন করা ১১.স্বামীর অবাধ্য না হওয়া ১২.কৃতজ্ঞতা অস্বীকার না করা ১৩.কাউকে অতিরিক্ত কষ্টের কাজ না দেওয়া , দিলে সাথে নিজেরও কাজ করা ১৪.মুসলিমকে হত্যাকারী জাহান্নামী হবে ১৫.আমানত রক্ষা করা ১৬.মিথ্যা না বলা ১৭.ওয়াদা রক্ষা করা ১৮.অশ্লীল কথা,গালাগালি করা যাবে না ১৯.পূন্যের আশায় রমজানের রাতে ইবাদত করুন ,, পূর্বের গুনাহ ক্ষমা করবেন আল্লাহ ২০.নিয়মিত করা আমল আল্লাহর নিকট অধিক প্রিয় ২১.মুসলিমকে গালি দেওয়া ফাসিকী,লড়াই করা কুফরী ২২.পূন্যের আশায় পরিবারের জন্য ব্যয় করা - সাদকা ২৩.আল্লাহর নৈকট্যলাভের আশায় স্ত্রীর মুখে খাবার তুলে দেয়া - পূন্য ২৪.আল্লাহর নৈকট্যলাভের আশায় ব্যয় করা- পূন্য ২৫.সমস্ত মুসলিমদের মঙ্গল কামন...

০০১. পরিত্যাক্ত কলমের খেলা

Image
মজার একটা জিনিস,, এটাকে খেলা বলা যায় না| প্লাস্টিকের কলম যেগুলো রি-ইউজ করা যায় না বা শিষ নাই সেইগুলা দিয়ে ভালো হতো|ইকোনো বা ঐ জাতীয় কলম ব্যাবহার করতাম|একটা বাতি যেটা চেরাক কিংবা মোমবাতি বেস্ট, এর উপর কলমটির মাথা বা নিপের দিক গরম করতাম| গরম হয়ে নরম হতো ( আঞ্চলিক ভাষায় বলতাম "উনে যাওয়া"), তখন একট কাগজ বা অন্য কিছুর উপর নরম অংশের প্রান্ত রাখতাম, গরম থাকার কারনে ঐ প্রান্ত কাগজের সাথে লেগে থাকতো|অনেক সময় কিছু দিয়ে ঐ প্রান্তে চেপে ধরতাম কাগজের সাথে |প্রান্ত শক্ত থাকতো যা হাত দিয়ে ধরতাম,বেশি গরম হলে কাগজ বা কাপড় দিয়ে নিতাম|এরপর কলমের পেছনের ছিদ্র পথে ফু দিতাম আর শক্ত প্রান্ত ধরে টান দিতাম একই সাথে, অন্য প্রান্ত ফিক্সড থাকতো | উপকরন: ১. মোমবাতি ১ টা ( আগুন জ্বালানোর জন্য ম্যাচ ) ২. কালিছাড়া কলম ২ টা ৩. কাগজ পদ্ধতি : মোমবাতি ধরাও, কলমের একপাশ ধরে গরম করো, নরম হলে কলমটি কাগজের উপর রাখো নরম প্রান্ত এবং অন্য কলম দিয়ে চেপে ধরো যাতে টান দিলে না আসে, (গরম থাকে তাই হাত দিয়ে চাপ দেওয়া যাবে না ) এরপর অপর পাশে ধরে টান দাও একই সঙ্গে কলমের পেছনে ফু দাও আর টান দাও.. ছিড়ে গেলে আবার কাগজে চে...

Institution off

Due to Corona virus pandemic ,, govt declared to off all institute Specially school & College from Today 17.03.2020 to 31.03.2020.  Till Today, 10 case or covid-19 found in Bangladesh that declared iedcr.

Lunar Policy

To eradicate, all types of corruption especially administrative from Bangladesh. At first ,, a special super power audit team has to be formed by honorable qualified person such as judge ,assist.judge, senior teacher of Public university etc. This team will work full independently.  I hope, corruption will go away away from our country rapidly .

জয় বাংলা

জয় বাংলা - জাতীয় স্লোগান( ১০.০৩.২০২০)     Today 10 march, 2020. From today "Joy Bangla" is National slogan of Bangladesh declared by Bangladesh high coart today.‘জয় বাংলা’- জাতীয় স্লোগান; এখন থেকে সব রাষ্ট্রীয় অনুষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠানে অ্যাসেম্বলির পর এই স্লোগান দিতে হবে: হাইকোর্ট