হাদিসের বানী

বুখারী শরীফ এর ইমান অংশ হতে ২৫ টি উপদেশ শুনি,,

১.জিহ্বা ও হাত হতে অন্য মুসলিমকে নিরাপদ রাখুন
২.খাদ্য খাওয়াবে এবং চেনা-অচেনা কে সালাম দিবেন
৩.আল্লাহর সাথে কাউকে অংশীদার করবেন না
৪.চুরি করা যাবে না
৫.ব্যাভিচার করা যাবে না
৬.সন্তানদের হত্যা করা যাবে না (নষ্ট করা যাবে না)
৭.মিথ্যা অপবাদ দিবেন না কাউকে
৮.সৎকাজে নাফরমানী করবেন না
৯.আল্লাহর রাস্তায় জিহাদ করা
১০.মকবুল হজ্জ সম্পাদন করা
১১.স্বামীর অবাধ্য না হওয়া
১২.কৃতজ্ঞতা অস্বীকার না করা
১৩.কাউকে অতিরিক্ত কষ্টের কাজ না দেওয়া , দিলে সাথে নিজেরও কাজ করা
১৪.মুসলিমকে হত্যাকারী জাহান্নামী হবে
১৫.আমানত রক্ষা করা
১৬.মিথ্যা না বলা
১৭.ওয়াদা রক্ষা করা
১৮.অশ্লীল কথা,গালাগালি করা যাবে না
১৯.পূন্যের আশায় রমজানের রাতে ইবাদত করুন ,, পূর্বের গুনাহ ক্ষমা করবেন আল্লাহ
২০.নিয়মিত করা আমল আল্লাহর নিকট অধিক প্রিয়
২১.মুসলিমকে গালি দেওয়া ফাসিকী,লড়াই করা কুফরী
২২.পূন্যের আশায় পরিবারের জন্য ব্যয় করা - সাদকা
২৩.আল্লাহর নৈকট্যলাভের আশায় স্ত্রীর মুখে খাবার তুলে দেয়া - পূন্য
২৪.আল্লাহর নৈকট্যলাভের আশায় ব্যয় করা- পূন্য
২৫.সমস্ত মুসলিমদের মঙ্গল কামনা করুন |

আল্লাহর উক্ত হাদিসগুলোর উপর আমল করার তৌফিক দিন- আমীন

Comments

Popular posts from this blog

Dr Mujahid

Lunar Policy